ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্যারেন্টিং ॥ নৈতিক শিক্ষা প্রদানের অনন্য

প্রকাশিত: ১৯:৩৩, ১৮ জুলাই ২০২০

প্যারেন্টিং ॥ নৈতিক শিক্ষা প্রদানের অনন্য

আইটি ডট কম ডেস্ক ॥ মোঃ শফিকুল আলমের বই মানে তা থেকে প্রয়োজনীয় নানা জটিল বিষয় সহজ করে জানা যাবে। বাস্তবধর্মী উদাহরণ ও গল্পের নানা পাঠ থাকবে। আর অবশ্যই থাকবে অনেক তথ্য। কোন বিষয়ে লিখতে বসার আগে লেখক নিজে যে দীর্ঘসময় পড়ার মধ্যে ছিলেন, জীবন থেকে নানাকিছু সংগ্রহ করেছেন, তা তাঁর লেখা পড়লেই স্পষ্ট বোঝা যায়। সম্প্রতি প্রকাশিত মো. শফিকুল আলমের শিক্ষামূলক বই ‘প্যারেন্টিং, কী বলে ইসলাম’ প্রসঙ্গে এখানে কিছ কথা বলব। এ লেখাকে বই আলোচনা না বলে পাঠ-প্রতিক্রিয়া বলাই শ্রেয়। গোটা বইয়ে লেখকের পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ করে সন্তানের সঙ্গে কাটানো সময় বা জীবন চোখে পড়ে। প্রসঙ্গত বলি, শফিকুল আলমের প্রথম বই IAS and IFRS: Theory and Practice, Part A: IAS & Part B: IFRS’ ‘প্যারেন্টিং, কী বলে ইসলাম’। বিষয়ের দিক দিয়ে আগের তিনটি বই সম্পূর্ণ ভিন্ন। কিন্তু বইয়ের গন্তব্য একই দিকে ধাবিত হতে চায়, দৈনন্দিন জীবনের কঠিন কিছু বিষয় সহজ করে মানুষকে বোঝানোর চেষ্টা, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা। আমাদের নানা কর্মব্যস্ততার মধ্যেও অল্প অল্প সময় বের করে সন্তানকে কিভাবে আর কেমন করে গল্পের মাধ্যমে অথবা উপদেশ দিয়ে সন্তানকে ইসলাম শিক্ষার পাশাপাশি অন্যান্য নৈতিক শিক্ষা দেওয়া যায় তার কিছু বাস্তবিক উদাহরণ নিয়ে এই বইটি লেখা হয়েছে। সব বাবা এবং সন্তান উভয়ই বইটির মাধ্যমে উপকৃত হবেন। পরিবারই যে একটি সন্তান কিংবা মানুষের প্রথম এবং সর্বোত্তম শিক্ষালাভের স্থান তা স্পষ্ট হয়ে উঠেছে। এছাড়া কিছ অধ্যায়ে হাদিস, কুরআন এবং আধুনিক বিজ্ঞানের কিছু তথ্যের পাশাপাশি কিছু মানুষের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ও উপদেশ উল্লেখ করা হয়েছে। যা পাঠকের জ্ঞান ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে। বইটি পাওয়া যাবে : ৩৮/৩ কম্পিউটার কমপেক্স, দোকান- ১৮১ (নিচতলা), বাংলাবাজার, ঢাকা-১১০০। এমপ্যায়ার রেবা, ৬/১ সেগুনবাগিচা, রমনা, ঢাকা ১০০০। ফোনঃ ০১৯৩৯৭০৯৬৭৮, অনলাইন পরিবেশক: Shishukanon.com, eBayaar.com.bd, rokomari.com, tariqyone.com
×