ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৩:৩১, ১৩ জুলাই ২০২০

শেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১২ জুলাই ॥ নালিতাবাড়ীতে পুকুরে ডুবে রাহাত মিয়া নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার উত্তর রানীগাঁও গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত রাহাত সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ গ্রামের আবদুল হাকিমের ছেলে। জানা যায়, রাহাতের বাবা আবদুল হাকিম রাজধানীতে চাকরি করেন। তার স্ত্রী নূরে জান্নাত রাহাতকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। রবিবার সকাল ৯টার দিকে ছেলেকে রেখে বাড়ির কাজ করছিলেন নূরে জান্নাত। ভালুকায় যুবক নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ জানান, ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামে রবিবার দুপুরে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, নয়নপুর গ্রামের মানিক ড্রাইভারের ছেলে শামীম (১৮) বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের একটি খালে সাঁতার কাটতে গিয়ে স্থানীয় একটি ব্রিজ থেকে খালে লাফ দিলে পানিতে তলিয়ে যায়। দিনাজপুরে শিশু স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, বিরামপুর উপজেলা পল্লীতে পানিতে পড়ে নাহিয়ান আহম্মেদ লিমন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে কাটলা ইউপির চকানদেব গ্রামে নিজ বাড়ির পাশে নিচু জমির পানিতে ডুবে ওই শিশুটির মৃত্যু হয়। নিহত লিমন চকানদেব গ্রামের মোশারফ হোসেনের ছেলে। স্থানীয় কাটলা ইউপির চেয়ারম্যান নাজির হোসেন জানান, বর্ষাকালে ওই গ্রামের মোশারফের বাড়ির পাশে নিচু জমিগুলো টানা বৃষ্টিতে ভরে ওঠে। রবিবার দুপুরে শিশুটির মা বাড়িতে গোসল করছিল। এ সময় শিশুটি বাড়ির উঠানে সামনে খেলা করছিল। গোসল শেষে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পাশে জমিতে হাঁটু সমান পানিতে পড়ে থাকতে দেখে শিশুটিকে। পরে তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×