ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নান্দাইলে দুই ভুয়া চিকিৎসককে কারাদন্ড

প্রকাশিত: ২৩:৩০, ১৩ জুলাই ২০২০

নান্দাইলে দুই ভুয়া চিকিৎসককে কারাদন্ড

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১২ জুলাই ॥ উপজেলায় মাসুদ রানা (৪২) ও হাসিবুল হাসান (৩৩) নামে দুই ভুয়া আয়ুর্বেদিক চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার বিকেলে ফরিদাকান্দা গ্রামে উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন এই সাজা দেন। এ সময় তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। পরে পুলিশ ওই দুই চিকিৎসককে কারাগারে পাঠিয়েছে। জানা গেছে, ওই দুই চিকিৎসকের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার সিংড়া গ্রামে। এদের মধ্যে মাসুদ রানা ফোরকান আলীর পুত্র এবং হাসিবুল হাসান মকবুল হোসেনের পুত্র। তারা কয়েকদিন ধরে ফরিদাকান্দা গ্রামসহ আশপাশের কিছু গ্রামে অপরিচিত ৪/৫ জন নিজেদের আয়ুর্বেদিকের নিবন্ধনকৃত চিকিৎসক পরিচয় দিয়ে অটিস্টিক শিশুদের বিভিন্নভাবে থেরাপি দিচ্ছিল। এ সময় তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভারতীয় আয়ুর্বেদিক ওষুধও বিক্রি করে আসছিলেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হলে রবিবার ফরিদাকান্দা গ্রামের লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়।
×