ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

১২ জুয়াড়ি আটক

প্রকাশিত: ০০:৩৯, ১০ জুলাই ২০২০

১২ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জে জুয়ার আসর থেকে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলা আড়াইসিধা দক্ষিণ পাড়ার আবুল বাশারের বাড়িতে জুয়া খেলার সময় তাদের আটক করে আশুগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। আটককৃতরা হলেন, আশুগঞ্জের আড়াইসিধা গ্রামের সাইফুল ইসলাম, ইদন মিয়া, বাদল মিয়া, আজিজুর রহমান, আলাউদ্দিন, সরাইলের বিশুতারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইব্রাহীম, চুন্টা গ্রামের সোহেল মিয়া, রসুল গ্রামের মাসুদ মিয়া, চুন্ডা এলাকার রাজন, ব্যাপারী পাড়ার সফিকুল ইসলাম, রসুল গ্রামের ইউসুফ মিয়া। তাদের বিরুদ্ধে জুয়াড়ি আইনে মামলা দায়ের করা হয়েছে। কৃষি যন্ত্রপাতি বিতরণ সংবাদদাতা, বেলকুচি, ৯ জুলাই ॥ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট প্রকল্পের আওতায় মাচিং গ্র্যান্টপ্রাপ্ত সিআইজি কৃষক সমবায় সমিতি দাখিলকৃত খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে নবাগত ইউএনও মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুল মমিন ম-ল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম সাজেদুল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রহমতুল্লাহ, থানার ওসি বাহাউদ্দিন ফারুকী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম ইউসুফজী খান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী মোঃ সাইদুর রহমান, কৃষি অফিসার কল্যাণ প্রসাদ পাল প্রমুখ।
×