ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ব্রাজিলের আজ সেভেন-আপ খাওয়ার দিন!

প্রকাশিত: ২০:০২, ৮ জুলাই ২০২০

ব্রাজিলের আজ সেভেন-আপ খাওয়ার দিন!

স্পোর্টস রিপোর্টার ॥ মুহূর্তটা ছিল অদ্ভুত। আমাদের জন্য, সমর্থকদের জন্য, সবার জন্য। আসলে ব্যাখ্যা করার মতো না। চুপ ছিলাম।দীর্ঘশ্বাস ফেলে ২০১৪ বিশ্বকাপে ৮ জুলাই জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারার (যে হারটাকে অনেকেই আখ্যায়িত করেছেন 'সেভেন আপ' বলে) ম্যাচ হারার অনুভূতি বর্ণনা করেছিলেন ওই ম্যাচে ব্রাজিলের হয়ে গোলরক্ষকের ভূমিকায় থাকা জুলিও সিজার। বিশ্বের যেকোনও প্রান্তে সফর করলেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। কারণ ফুটবলের ইতিহাসের সবচেয়ে সফলতম দলটি নিজেদের ঘরের মাঠে এত বাজেভাবে হারবে সেটি কল্পনাও করতে পারেনি কেউই। সাত সাতটি গোল হজমের পর সেই দুঃসহ রাতের স্মৃতি বর্ণনা করতে গিয়ে জুলিয় সিজার বলেন, তখন আমার মাথায় আসে, অনেক তরুণ রয়েছে আমাদের দলে। এখানেই থেমে থাকলে হবে না। তাদের জন্য ভালো কিছু করতে হবে। পুরো দল একেবারেই নিশ্চুপ ছিল। এরপর তৃতীয় স্থানের ম্যাচ ছিল নেদারল্যান্ডের বিপক্ষে। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে মাথা উঁচু করে এগিয়ে যাওয়া। ব্রাজিলের জার্সিতে দুটি কনফেডারেশন কাপ, একটি কোপা আমেরিকা শিরোপা জয়ী তারকা বলেন, ম্যাচ শেষ হতেই ড্রেসিং রুমে আমাদের তৎকালীন প্রেসিডেন্ট (দিলমা রৌসেফ) এসেছিলেন। ফুটবলে এমন হতেই পারে। এখানেই থামলে চলবে না। সামনে এগিয়ে যেতে হবে। এমনটাই বলেছিলেন তিনি। ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের গোল পোস্ট সামলেছেন। বেনফিকা, কুইনস পার্ক রেঞ্জার ও ফ্লেমেঙ্গোর হয়ে খেলেছেন। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ছিলেন ইন্টার মিলানে। ইতালির দলটির হয়ে ২২৮ ম্যাচে অংশ নিয়েছেন। ২০০৯/১০ ট্রেবল জেতার রেকর্ড রয়েছে সিজারের নামের সঙ্গে।
×