ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৫০ লাখ বৃক্ষ রোপণ করবে চউক

প্রকাশিত: ২২:২৮, ৬ জুলাই ২০২০

৫০ লাখ বৃক্ষ রোপণ করবে চউক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চলতি বর্ষা মওসুমে ৫০ লাখ চারা রোপণ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। পরিবেশ রক্ষায় সরকারের কর্মপরিকল্পনা অনুযায়ী এ উদ্যোগ নেয়া হয়েছে। রবিবার চট্টগ্রামের মিউনিসিপ্যাল স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় তিনি বলেন, সবুজ ও পরিবেশ ঘাতকরা করোনার চেয়েও ভয়ঙ্কর ভাইরাস। তিনি বলেন, সবুজ উদ্ভিদ জগত মানবকুলসহ জীব-প্রাণীর বেঁচে থাকার অবলম্বন। এ সুবজ প্রাণ-প্রকৃতি জগতের ভারসাম্য রক্ষা করে। সবুজ উদ্ভিদের প্রতি অশেষ ঋণ থাকা সত্ত্বেও আমরা তা অনুধাবন করছি না। লাগামহীন সবুজ উদ্ভিদ নিধনের ফলে অক্সিজেন শূন্যতার সৃষ্টি হচ্ছে। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় ও অবিবেচক আচরণের ফলেই আমরা আজ করোনাকালের দুর্যোগের ঘনঘটায় বিপর্যস্ত। এই সত্যকে উপলব্ধি করে চসিকের উদ্যোগে নগরীতে সবুজায়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে চলতি বর্ষার মৌসুমেই ৫০ লাখ চারাগাছ রোপণ করা হবে। এ সময় প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ হোসাইন, বন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়সহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সিটি মেয়র শিক্ষার্থীদের মধ্যে ৫শ’ চারাগাছ বিতরণ করেন।
×