ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিশ্বে পর পর দুদিন দুই লাখ করে করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ২১:৫১, ৬ জুলাই ২০২০

বিশ্বে পর পর দুদিন দুই লাখ করে করোনা রোগী শনাক্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বে প্রথমবারের মতো পর পর দুইদিন দুই লাখ করে করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডকে দেখে মনে হবে কখনই করোনা সেখানে ছিল না। আর ব্রিটেন লকডাউনের পর প্রথম মুক্তরাত পার করল। ভারতে প্রতি ঘণ্টায় হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন। মেক্সিকোতে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। ব্রাজিলের একদিনেই আক্রান্ত ৩৮ হাজার। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩ হাজারের বেশি মানুষ। রাশিয়ায় মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। এছাড়া আফ্রিকার দেশ ঘানার প্রেসিডেন্ট করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েও সেলফ আইসোলেশনে গেছেন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতে বাড়ছে করোনার প্রকোপ। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, গার্ডিয়ান, এনডিটিভি, সৌদি গেজেট, রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ওয়ার্ল্ডোমিটারের মতে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৪৮০। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৫ হাজার ১৩৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬৫ লাখ ১ হাজার ৬৭৭ জন। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, রবিবার বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ১৩ লাখ ৩৯ হাজার ৩৭৮ জনে। এদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ৩৩ হাজার ১১০ জন। বিশ্বে একক দেশ হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৩৬ হাজার ১২২ জন। মারা গেছেন এক লাখ ৩২ হাজার ৩১৮ জন। যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ৩৭৬ জন। মারা গেছেন ৬৪ হাজার ২৬৫ জন। ইউরোপের দেশ ব্রিটেনে মৃত্যু বিবেচনায় রয়েছে তৃতীয় স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান সাত নম্বরে। সেখানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৪১২ জন। মারা গেছেন ৪৪ হাজার ২৮৩ জন। মৃত্যু বিবেচনায় চতুর্থ অবস্থান ইউরোপের আরেক দেশ ইতালির। আক্রান্তের সংখ্যা বিবেচনায় দেশটির অবস্থান ১০ নম্বরে। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৪১৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৮৫৪ জন। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পাঁচ নম্বরে। যদিও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান আট। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ১৬৫ জন। মারা গেছেন ৩০ হাজার ৩৬৬ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপের আরও দুই দেশ- ফ্রান্স ও স্পেন। পর পর দুইদিনে রেকর্ড শনাক্ত ॥ বিশ্বে করোনা পরিস্থিতি দিনদিন আরও ভয়াবহ হচ্ছে। পুরনো সব রেকর্ড গুঁড়িয়ে পর পর দুই দিন দুই লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয় বিশ্বজুড়ে। নতুন রোগীদের মধ্যে বেশিরভাগই শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বব্যাপী একদিনে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২ লাখ ১২ হাজার ৩২৬ জন। এর আগে একদিনে সর্বোচ্চ দুই লাখ নয় হাজার রোগী শনাক্তের রেকর্ড হয়েছিল শনিবার। মেক্সিকোতে মৃত্যু ৩০ হাজার ছাড়াল ॥ করোনা মহামারীর নতুন উপকেন্দ্র হয়ে ওঠা লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে আরও ৫২৩ জনের মৃত্যুর খবর জানায়। তাতে মেক্সিকোতে মৃতের মোট সংখ্যা ৩০ হাজার ৩৬৬ জনে দাঁড়িয়েছে। আরও ছয় হাজার ৯১৪ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় দেশটিতে সরকারী হিসাবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ১৬৫ জনে। তারপরও শনাক্ত রোগীর চেয়ে আক্রান্তের প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে, তা আগেই জানিয়েছিল মেক্সিকো সরকার। ব্রাজিলে একদিনেই আক্রান্ত ৩৮ হাজার ॥ সময়ের সঙ্গে সঙ্গে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে এর মধ্যেই নতুন করে আক্রান্ত হয়েছে আরও প্রায় ৩৮ হাজার মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৯২৩ জন। মারা গেছেন এক হাজার ৯১ জন। আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছে ৬৪ হাজার ২৬৫ জন। মুক্ত রাত কাটাল ব্রিটেন ॥ করোনজনিত বিধিনিষেধ শিথিল হওয়ায় তিন মাস পর প্রথমবারের মতো রাতে বাইরে থাকার সুযোগ পেয়েছে ব্রিটিশবাসী। কঠোর সামাজিক দূরত্ব বিধি মেনে শনিবার পানশালা, রেস্তরাঁর পাশাপাশি সেলুন, সিনেমা হল ও থিম পার্কগুলো খোলা হয়। এসব প্রতিষ্ঠান খুললেও মন্ত্রীরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন; প্রধান চিকিৎসা কর্মকর্তা লকডাউন শিথিলের সর্বশেষ পদক্ষেপ ‘ঝুঁকি মুক্ত’ নয় বলে মন্তব্য করেছেন। ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রাতে ব্রিটেনজুড়ে বিভিন্ন ভবন ও স্থাপনাগুলো নীল আলোতে আলোকিত করা হয়। করোনায় যাদের মৃত্যু হয়েছে তাদের স্মরণে লোকজনকে তাদের জানালাগুলোতে আলো জ্বালিয়ে রাখতে উৎসাহিত করা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ও বাসভবন ১০নং ডাউনিং স্ট্রিটসহ, রয়েল এ্যালবার্ট হল, ব্ল্যাকপুল টাওয়ার, শাড ও ওয়েমব্লি আর্চও নীল আলোতে আলোকিত ছিল। ব্রিটেনে শিথিল করা হলেও স্কটল্যান্ড ও ওয়েলসে সেবা খাতের ওপর বিধিনিষেধ বহাল আছে। উত্তর আয়ারল্যান্ডে শুক্রবার থেকেই পানশালা খোলার অনুমতি দেয়া হয়েছে। লকডাউন শিথিল হওয়ার পর এদিন প্রথমবারের মতো ব্রিটেনের বাসিন্দারা রাতে বাড়ির বাইরে থাকার অনুমতি পান। ঘণ্টায় হাজারের বেশি আক্রান্ত হচ্ছে ভারতে ॥ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এর মধ্যেই আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখ পার হয়ে গেছে। আগের সব রেকর্ড অতিক্রম করে একদিনেই আরও ২৪ হাজারের বেশি আক্রান্তের রেকর্ড হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৫০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ১৬৫। মারা গেছে আরও ৬১৩ জন। মোট মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ২৬৮। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯ হাজার ৮৩। টানা ৯ দিন ধরে ভারতে প্রতিদিন ১৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিক্যাল সায়েন্সেসের (এআইআইএমএস) পরিচালক ডাঃ রণদীপ গুলেরিয়া বলেছেন, ভারতে কোভিড-১৯ এর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সৌদিতে আজও ৫৬ জনের মৃত্যু ॥ সৌদি আরবে ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২৮ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ৫০ হাজার ৯১৯ জনে। নতুন করে মারা গেছেন ৫৬ জন। মোট মারা গেছেন এক হাজার ৮৫৮ জন। একদিনে সুস্থ হয়েছেন দুই হাজার ৬৪২ জন। সর্বমোট সুস্থ হয়েছেন এক লাখ ৪৩ হাজার ২৫৬ জন।
×