ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী করোনা আক্রান্ত

প্রকাশিত: ২১:৪৮, ৫ জুলাই ২০২০

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী করোনা আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ এবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশী করোনায় আক্রান্ত হয়েছেন। আর ভারতে একদিনেই রেকর্ড ২২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হলো। অন্যদিকে বিশ্বজুড়ে গত ছয় দিনে করোনা রোগী পাওয়া গেছে আরও ১০ লাখ মানুষ। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বারলির করোনা পজিটিভ বলে জানা গেছে। লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় করোনা আক্রান্তের সংখ্যা ইতালিকে ছাড়িয়ে গেল। ইউরোপের দেশ ব্রিটেনে ফের পাব, রেস্টুরেন্ট ও সিনেমা হল খুলেছে। করোনার প্রকোপ বাড়ছে মধ্যপ্রাচ্যে। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, ডন, এনডিটিভি, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জন হপকিন্স ও সংবাদ সংস্থা রয়টার্সের ট্যালিচিত্রে দেখা গেছে, শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী করোনা শনাক্ত মানুষের সংখ্যা এক কোটি ১২ লাখ ছাড়িয়ে গেছে। আবির্ভাবের পর ৭ মাসে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা সোয়া পাঁচ লাখের চেয়েও বেশি। ওয়ার্ল্ডোমিটারের মতে, আক্রান্তের সংখ্যা বেড়ে এক কোটি ১২ লাখ ৮৭ হাজার ৯৯৬ জন হয়েছে। মারা গেছেন পাঁচ লাখ ৩০ হাজার ৯৩৩ জন। সুস্থ হয়েছেন ৬৪ লাখ ২ হাজার ৯৭১ জন। চিকিৎসাধীন রয়েছেন ৪৩ লাখ ২৬ হাজার ৪৯৬ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৫৮ হাজার ৮১৪ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, প্রতিবছর বিশ্বব্যাপী যত মানুষ গুরুতর ইনফ্লুয়েঞ্জায় ভোগেন, এরই মধ্যে করোনা শনাক্ত মানুষের সংখ্যা তার দ্বিগুণেরও বেশি। বিশ্বে এই মুহূর্তে করোনাভাইরাসের সংক্রমণ বিগত দিনগুলোর চেয়ে বেশি। প্রতিদিনই বিশ্বব্যাপী গড়ে এক লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে। এদিকে করোনার সংক্রমণ যখন বেড়েই চলেছে তখন বিশ্বের অনেক দেশই এর ভয়াবহতা উপেক্ষা করে কঠোর স্বাস্থ্যবিধি ও লকডাউন শিথিল করছে। অনেক দেশেই আবারও নানা মাত্রায় করোনার পুনরুত্থান হচ্ছে। কোন কোন দেশ মোকাবেলা করছে এ ভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় ঢেউ। এরই পরিপ্রেক্ষতে অনেক অঞ্চলেই লকডাউন পুনর্বহাল করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী করোনা আক্রান্ত ॥ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী তার নিজের শরীরে প্রাণঘাতী করোনার উপস্থিতি পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন। শুক্রবার টুইটারে দেয়া এক বার্তায় তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন জানিয়ে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়ি থেকেই কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। শুক্রবার বিকেলে সামান্য জ্বর জ্বর অনুভূত হওয়ার পর কোরেশী করোনা পরীক্ষা করান। পরে টুইটারে তিনি জানান, আমি এখন কোভিড-১৯ পজিটিভ। আল্লাহর দয়ায় এখনও শক্ত ও ঊদ্দীপ্ত আছি। বাড়ি থেকেই কাজ চালিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন। কোরেশীর আগেও পাকিস্তানের বেশ কয়েকজন রাজনীতিকের দেহে প্রাণঘাতী করোনা উপস্থিতি ধরা পড়েছে। তাদের মধ্যে পার্লামেন্টের স্পীকার আসাদ কায়সার, সিন্ধু প্রদেশের গবর্নর ইমরান ইসমাইল, পিপিপি নেতা সৈয়দ গণি ও রেলমন্ত্রী শেখ রশিদ সুস্থ হয়ে উঠেছেন। জুনে পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক দল মুসলিম লীগের (নওয়াজ) প্রেসিডেন্ট শাহবাজ শরিফের শরীরেও করোনা শনাক্ত হয়। দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া রাজনীতিকদের মধ্যে আছেন বেলুচিস্তানের সাবেক গবর্নর সৈয়দ ফজল আগা, পাঞ্জাবের প্রাদেশিক এমপি শাহীন রেজা, সিন্ধুর বাসস্থান বিষয়ক মন্ত্রী গুলাম মুর্তজা বালুচ, এমপি মুনির খান ওরাকাজি ও পিটিআইয়ের মিয়া জামশেদ উদ্দিন কাকাখেল। এখন পর্যন্ত পাকিস্তানে আক্রান্তের সংখ্যা হয়েছে দুই লাখ ২৫ হাজার ২৮৩ জন। একদিনে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩৮৭ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮ জন। মোট মারা গেছেন চার হাজার ৬১৭ জন। সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ২৫ হাজার ৯৪ জন। চিকিৎসাধীন রয়েছেন ৯৫ হাজার ৫৭০ জন। ভারতে একদিনেই রেকর্ড শনাক্ত ॥ ভারতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ছয় লাখ ৫০ হাজার ৪৩১ জনে পৌঁছেছে। এর মধ্যে গত এক দিনেই রেকর্ড ২২ হাজার ৭৭১ জন শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে ৪৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮ হাজার ৬৫৫ জনে। ভারত সরকারের তথ্য অনুযায়ী বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দুই লাখ ৩৫ হাজার ৪৩৩ জন। লকডাউন শিথিলের পর থেকেই প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একটানা দ্বিতীয় দিনের মতো ২০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এক লাখ ৯২ হাজার ৯৯০ জনের করোনা সংক্রমণ নিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। স্বাস্থ্য বিভাগের প্রকাশিত পরিসংখানে জানা গেছে, শুক্রবার রাজ্যটিতে ১৯৮ জন করোনা রোগীর মৃত্যুর হয়েছে। ফলে এই মহামারীতে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৩৭৬ জনে। বিশ্বজুড়ে ছয়দিনেই আক্রান্ত দশ লাখ ॥ সাত মাসের ব্যবধানে সোয়া পাঁচ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া কোভিড-১৯ এ বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ১২ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে শেষ ১০ লাখ শনাক্ত হয়েছে মাত্র ৬ দিনে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উপাত্ত অনুযায়ী, ২৮ জুন পর্যন্ত বিশ্বে মোট শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক কোটি এক হাজার ৫২৭ জন। শনিবার পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ১০ লাখ ৭৪ হাজার ৮৭৮ জনে। ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে সংক্রমণের উর্ধগতি অব্যাহত থাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ অঙ্গরাজ্যেও শনাক্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় বিশ্বজুড়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ১০ লাখ নতুন রোগী পাওয়া গেল। সংক্রমণ প্রতিরোধে দেয়া বিধিনিষেধ শিথিলের সঙ্গে পাল্লা দিয়ে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে রোগীর সংখ্যায় উল্লম্ফন দেখা যাচ্ছে। শনাক্তকরণ পরীক্ষার আওতা বাড়ার কারণে উপসর্গহীন অনেক আক্রান্তও এখন তালিকায় যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে নতুন ধরনের এই করোনাভাইরাসের সংক্রমণ মানবদেহে ধরা পড়ে। প্রথম সংক্রমণ ধরা পড়ার পর চার মাসের মাথায় ১ এপ্রিল বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। এর পরের সাত সপ্তাহে আরও ৪০ লাখ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় ২১ মে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে যায়। পরের ৫০ লাখ রোগী শনাক্ত হয় আরও কম সময়ে, মাত্র পাঁচ সপ্তাহে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে ৫ লাখ ২৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। শনাক্ত রোগী ১৫ লাখ ছাড়ানো ব্রাজিলে কোভিড-১৯ এ মৃত্যু ৬২ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। শনাক্ত রোগী ও মৃত্যুতে সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রেও এখন প্রায় প্রতিদিনই ৫০ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যাচ্ছে। রোগী সংখ্যায় ইতালিকে টপকে গেছে মেক্সিকো। পেরু ও চিলিতে শনাক্ত রোগীর সংখ্যা কয়েকদিনের মধ্যেই ৩ লাখ ছাড়াতে যাচ্ছে। করোনা পজিটিভ ট্রাম্প জুনিয়রের প্রেমিকা ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বারলি গিলফয়েল করোনা আক্রান্ত হয়েছেন। ট্রাম্পের প্রচারণার তহবিল সংগ্রহকারী ও তার ভিক্টরি ফিন্যান্স কমিটির চেয়ারম্যান কিম্বারলি। ভিক্টরি ফিন্যান্স কমিটির চীফ অব স্টাফ সার্জিও গর এক বিবৃতিতে জানান, নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন কিম্বারলি। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। কিম্বারলির মধ্যে করোনার উল্লেখযোগ্য তেমন কোন উপসর্গ নেই। তিনি এখন পর্যন্ত স্থিতিশীল। বান্ধবী কিম্বারলির করোনা পজিটিভ হওয়ায় ডোনাল্ড ট্রাম্প জুনিয়রেরও করোনা টেস্ট করা হয়। তার করোনা নেগেটিভ হলেও বাড়তি সতর্কতা হিসেবে তিনিও আইসোলেশনে গেছেন। ইতালিকে ছাড়িয়ে গেল মেক্সিকো ॥ মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আরও ৬ হাজার ৭৪০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৫ হাজার ২৫১ জনে। যা ইতালির আক্রান্তের সংখ্যার চেয়ে বেশি। এর মাধ্যমে বিশ্বের শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় নবম স্থানে উঠে এলো মেক্সিকো। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৯১ হাজার ২৬৭ জন। মারা গেছেন এক লাখ ৩২ হাজার ১১২ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৪৫৮ জনের বেশি। মারা গেছেন ৬৩ হাজার ২৯৫ জন। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৭৪ হাজার ৫১৫ জন। এর মধ্যে ১০ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকোয় একদিনে নতুন করে মারা গেছেন ৬৫৪ জন। মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৪৩ জনে। মৃতের সংখ্যার দিক দিয়ে ফ্রান্সের খুব কাছাকাছি অবস্থান করছে মেক্সিকো। করোনায় প্রাণহানির দিক দিয়ে বিশ্বে ফ্রান্সের অবস্থান পঞ্চম। ব্রিটেনে খুলল পাব রেস্টুরেন্ট সিনেমা হল ॥ মহামারীর কারণে টানা তিনমাস বন্ধ থাকার পরে ব্রিটেনে ফের খুলে দেয়া হয়েছে পাব, রেস্টুরেন্ট, সেলুন ও সিনেমা হলগুলো। শনিবার থেকে চালু হওয়া এসব ব্যবসাপ্রতিষ্ঠানে অবশ্যই কড়া স্বাস্থ্য সতর্কতা মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। পাব-রেস্টেুরেন্টের পাশাপাশি খুলে দেয়া হয়েছে জিম, খেলার মাঠসহ অন্যান্য উন্মুক্ত জায়গাগুলোও। দরজা খুলেছে লাইব্রেরি, কমিউনিটি সেন্টার, বিঙ্গো হল, জাদুঘর, গ্যালারিগুলোর। বিভিন্ন থিম পার্ক, স্কেটিং রিঙ্কস, ক্লাবের মতো বিনোদনকেন্দ্রগুলোও খুলে দেয়া হয়েছে। এখন থেকে মসজিদ-চার্চের মতো উপাসনালয়গুলোতে আবারও প্রার্থনা করতে যেতে পারবেন ধর্মপ্রাণ মানুষেরা। সর্বোচ্চ ৩০ জন সমবেত হওয়ার শর্তে আয়োজন করা যাবে বিয়ের অনুষ্ঠানও। লকডাউন শিথিলের পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জনগণকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানিয়েছেন। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক নিয়মভঙ্গ করলে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, মানুষজন পাবে গিয়ে মজা করতে পারবে, কিন্তু নিয়ম ভাংলে শেষপর্যন্ত জেলও খাটতে হতে পারে। সর্বশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, একদিনে করোনায় আরও ১৩৭ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ১৩১ জন। দুই লাখ ৮৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
×