ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পালসারকে টেক্কা দিতে এলো ‘হিরো এক্সট্রিম’

প্রকাশিত: ১৩:০৯, ২ জুলাই ২০২০

পালসারকে টেক্কা দিতে এলো ‘হিরো এক্সট্রিম’

অনলাইন ডেস্ক ॥ বাজাজের পালসারকে টেক্কা দিতে এবার বাজারে এসেছে হিরো এক্সট্রিম ১৬০আর। ভারতের বাজারে এই মোটরসাইকেলের দাম এক লাখ টাকার মতো। জানা গেছে, ফ্রন্ট ডিস্ক উইথ সিঙ্গল চ্যানেল এবিএস ভ্যারিয়্যান্ট-এর দাম ৯৯,৯৫০ টাকা (এক্স শোরুম)। ডাবল ডিস্ক উইথ সিঙ্গল চ্যানেল এবিএস ভ্যারিয়্যান্ট-এর দাম ১,০৩, ৫০০ টাকা (এক্স শোরুম)। হিরো এক্সট্রিম মোটরসাইকেলের হেডল্যাম্প ও টেল লাইট দুটিই এলইডি। আছে ফুল ডিজিটাল এলসিডি ডিসপ্লে ও এলইড ইন্ডিকেটর। কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ১৬০ সিসি এয়ার কুলড বিএস৬ ইঞ্জিনের এ মোটরসাইকেল ৪.৭ সেকেন্ডে শূন্য থেকে ৬০ কি. মি. প্রতি ঘণ্টা গতি তোলা যাবে। পালসার এনএস১৬০ মডেলকে টেক্কা দেবে হিরোর এই মডেল। বাইকটি ওজন ১৩৮.৫ কেজি। পার্ল সিলভার হোয়াইট, বাইব্রেন্ট ব্লু ও স্পোর্টস রেড কালারে পাওয়া যাবে এই মডেল।
×