ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হলি আর্টিজান হামলার চার বছর পূর্তি আজ

প্রকাশিত: ০১:০৪, ১ জুলাই ২০২০

হলি আর্টিজান হামলার চার বছর পূর্তি আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ দুনিয়া কাঁপানো রাজধানীর অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁ ও বেকারিতে ভয়াবহ জঙ্গী হামলার চার বছর। জঙ্গীরা দেশী-বিদেশী নাগরিক ও পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জনকে হত্যা করে। এরপর সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে জঙ্গীরা। হর্লি আর্টিজানের ঘটনার পর সারাদেশে র‌্যাব-পুলিশের অভিযানে অন্তত চার হাজার জঙ্গী গ্রেফতার হয়েছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় অনেক জঙ্গী আত্মসর্মপণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তারা এখন ভাল আছেন। আজ ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ পুলিশ ও র‌্যাবের উর্ধতন কর্মকর্তারা এবং বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের নিহতদের স্মরণে হলি আর্টিজানের সেই স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে বলে জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার প্রকৌশলী মোঃ ওয়ালিদ হোসেন। ২০১৬ সালের আজকের দিনে গুলশানের হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গী হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা আন্তর্জাতিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট করিয়েছে বলে দাবি করা হয়। যদিও পরবর্তীতে এমন দাবির কোন সত্যতা মেলেনি। হলি আর্টিজানে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল, পুলিশ, র‌্যাবসহ সকল বাহিনী অভিযান চালায়। অভিযানে জঙ্গীদের হাতে জিম্মি থাকা ৩৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। আর অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গী। এরপর বাংলাদেশ থেকে বহু বিদেশী নাগরিক নিজ দেশে ফেরত যান। এরপর একের পর এক অভিযানে জঙ্গীদের নির্মূল করা হয়। ঘটনার মাত্র এক বছরের মাথায় জঙ্গী দমনে বিশ্ব দরবারে বিশেষ সাফল্য দেখায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাবের ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম জনকণ্ঠকে জানান, হলি আর্টিজানের ঘটনার পর শুধু তাদের অভিযানেই প্রায় ২২শ’ সক্রিয় জঙ্গী গ্রেফতার হয়। সিলেটে আতিয়া মহলের জঙ্গী আস্তানায় চালানো এক অভিযানে র‌্যাবের লে. কর্নেল আবুল কালাম আজাদকে জঙ্গীদের হাতে জীবন উৎসর্গ করতে হয়। পরবর্তীতে বিভিন্ন অভিযানে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ২৫ জঙ্গী নিহত হয়। র‌্যাব কর্মকর্তা বলছেন, হলি আর্টিজানের পর র‌্যাবের বিভিন্ন অভিযানে ২৯৩টি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার মধ্যে হতে র‌্যাব ১৯৬টি মামলা তদন্ত করে র‌্যাব। ইতোমধ্যে ১২১টি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। ৭৫টি মামলা তদন্তাধীন আছে। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশ ক্রাইম ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জনকণ্ঠকে জানান, হলি আর্টিজানের পর সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর চালানো সাঁড়াশি অভিযানে জঙ্গীরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। তারপরেও জঙ্গীদের মাঝে মধ্যে তৎপরতা দেখা যায়। আমরা জঙ্গীদের উপর নজরদারি অব্যাহত রেখেছি। এমন তথ্য জানিয়েছেন পুলিশের এন্টি টেররিজম ইউনিটের প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শ মোঃ কামরুল আহসান।
×