ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলে দেয়া হলো পূর্ব রাজাবাজার লকডাউন

প্রকাশিত: ০০:৩৮, ১ জুলাই ২০২০

খুলে দেয়া হলো পূর্ব রাজাবাজার লকডাউন

জনকণ্ঠ ডেস্ক ॥ ২১ দিন লকডাউনে থাকার পর মঙ্গলবার রাত খুলে দেয়া হলো রাজধানীর পূর্ব রাজাবাজার। নতুন করে আর এই ওয়ার্ডে লকডাউন বাড়ানো হচ্ছে না। ফলে বুধবার থেকে গ্রীন জোনের মতোই রাজাবাজার এলাকার বাসিন্দারা চলাফেরা করতে পারবেন। খবর ওয়েবসাইটের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টায় আমরা লকডাউন খুলে দিয়েছি। বুধবার থেকে এলাকাটি গ্রীন জোনের মতো করে চলবে। উল্লেখ্য, গত ১০ জুন থেকে ১৪ দিনের জন্য পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউন শুরু হয়। পরে আরও সাতদিন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। লকডাউন শুরুর প্রথম দিন গত ১০ জুন থেকে ২১ জুন পর্যন্ত ১১ দিনে এই এলাকার মোট ২০৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৪০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, যা মোট আক্রান্তের সাড়ে ১৯ শতাংশ।
×