ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেবাচিমে মৃত্যুবরণ করা দারোগা ছিলেন করোনা আক্রান্ত

প্রকাশিত: ১৪:৫৫, ৩০ জুন ২০২০

শেবাচিমে মৃত্যুবরণ করা দারোগা ছিলেন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেজবা উদ্দিনের (৫৪) নমুনা পরীক্ষার রির্পোটে করোনা পজিটিভ এসেছে। আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ও শেবাচিম হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এসআই মেজবা উদ্দিন বরগুনা জেলার আমতলী থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন। সূত্রমতে, গত ২৭ জুন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার উপসর্গ থাকা এসআই মেজবা উদ্দিনের নমুনা সংগ্রহ করা হয়। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ২৯ জুন বিকেলে তিনি শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির আধাঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওইদিন রাতেই তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। শেবাচিমের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, হাসপাতালে ভর্তির সময় রক্তে অক্সিজেনের পরিমাণ কম থাকায় মেজবা উদ্দিনের তীব্র শ্বাসকষ্ট ছিলো। অক্সিজেন দেওয়া হলেও কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুড়া গ্রামে।
×