ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা ও নবজাতক

প্রকাশিত: ২২:৩৪, ৩০ জুন ২০২০

করোনা ও নবজাতক

* গর্ভবতী নারীও করোনায় আক্রান্ত হতে পারেন। * গর্ভবতী নারীর ফুলকা থেকে নবজাতকের শরীরে করোনা ছড়ায় না। * বুকের দুধেও করোনা ছড়ায় না। * সুতরাং করোনা আক্রান্ত মায়ের ডেলিভারির পর বাচ্চাকেও অন্যান্য বাচ্চা থেকে আলাদা করুন। * মা, নবজাতক ও সেবাদানকারীকে একটি আলাদা কেবিনে বা আইসোলেশন রুমে নিন। * ঘরের ভেতরে হাত ধোয়া ও সারফেস পরিষ্কারের ব্যাপারে অতীব যত্নবান হোন। * প্রথমে মায়ের ব্রেস্ট সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে। * মা মাস্ক পরবেন। * তারপর বাচ্চাকে দুধ খাওয়াবেন। * অন্য যে সাহায্যকারী আছে তিনিও মাস্ক পরবেন। * মায়ের দুধের মধ্য দিয়ে করোনাভাইরাস ছড়ায় না। * মা বেশি অসুস্থ থাকলে বুকের দুধ বোতলে খাওয়াবেন। * বাচ্চাকে মায়ের বেডে না রেখে ৬ ফিট দূরত্বে বেবি কটে রাখুন। * রুমের ভেতর মা ও সেবাদানকারী সঙ্গীও মাস্ক ব্যবহার করবেন। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯।
×