ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৪:৫৯, ২৯ জুন ২০২০

নীলফামারীতে নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের সংখ্যায় নীলফামারী জেলা নতুন করে আরও ৪ জন পজিটিভ শনাক্ত হয়েছে। আজ সোমবার সকালে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন। নতুন করোনা পজিটিভ চারজন হলো নীলফামারী পৌরসভার থানাপাড়ার এক ব্যবসায়ী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের নিজপাড়া এলাকার ২৫ বছরের এক যুবক। চড়াইখোলা ইউনিয়নের দুইজনের মধ্যে সিপাইটারী গ্রামের ৩৫ বছরের একজন ও জামাতি মোড় এলাকার ৩০ বছরের একজন। সূত্র মতে, এ নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো ৩৩৪ জন। এর মধ্যে নীলফামারী সদরে ১০৬, জলঢাকা উপজেলায় ৬৭, ডিমলা উপজেলায় ৪৯, সৈয়দপুর উপজেলায় ৪৬, ডোমার উপজেলায় ৩৮ ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৮ জন। মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৩ জন।
×