ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

শতবর্ষীর করোনা জয়

প্রকাশিত: ২২:২৪, ২৮ জুন ২০২০

শতবর্ষীর করোনা জয়

আবা তিলাহুন ওলেদমাইকেল নামে ১১৪ বছর বয়সী এক ইথিওপীয় নাগরিক করোনা জয় করে আলোচনায় এসেছেন। তার সেরে ওঠার ঘটনাকে অবিশ্বাস্য বলছেন চিকিৎসকরা। এই বৃদ্ধের বয়স যদি সত্যিই ১১৪ বছর হয় তাহলে তিনিই এখন বিশ্বের সবচে বয়স্ক জীবিত পুরুষ। কিন্তু বয়স প্রমাণ করতে তার কাছে কোন বার্থ সার্টিফিকেট নেই। করোনা জয়ের পর এই বৃদ্ধ এখন বাড়িতে ফিরে গেছেন এবং দিব্যি ভাল আছেন। তার নাতি এখন তার দেখাশোনা করছেন। -বিবিসি
×