ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে ৭৬হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

প্রকাশিত: ১৪:১৯, ২৬ জুন ২০২০

কক্সবাজারে ৭৬হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মরিচের বস্তার ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে। আটক চোরাচালানি রিয়াজ উদ্দিন মহেশখালীর শাপলাপুর বারিয়াপাড়ার অলি আহমদের পুত্র। বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটিদল রামু চাকমারকুল কলঘর এলাকায় এ অভিযান চালিয়েছে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রামু কলঘর এলাকার মসজিদের সামনে মরিচভর্তি একটি বস্তা নিয়ে ইয়াবা সরবরাহ করছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় উল্লেখিত ব্যক্তিকে চ্যালেঞ্জ ও বস্তাটি তল্লাশি করে ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি উখিয়ার বালুখালী কুলালপাড়ার হাকিম আলীর পুত্র নুর হোসেন ও ভুলু ড্রাইভার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছে বলে জানা গেছে। এদিকে টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা কারবারি এক রোহিঙ্গা আটক করেছে। তার কাছ থেকে ৩৫ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আটক কারবারি মো: ইয়াছিন টেকনাফ মুচনী শিবিরের ২৬/শেল্টার নম্বর-৯১৯, ব্লক-পি এ আশ্রিত রোহিঙ্গা মৃত নিজাম উদ্দিনের পুত্র।
×