ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংক ভবনের বাইরে হঠাৎ আগুন আতঙ্ক

প্রকাশিত: ১৬:১৯, ২৪ জুন ২০২০

বাংলাদেশ ব্যাংক ভবনের বাইরে হঠাৎ আগুন আতঙ্ক

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের বাইরে ক্যান্টিনের পাশে খোলা জায়গায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বুধবার দুপুর দেড়টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, বাংলাদেশ ব্যাংকে আগুনের খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। তিনি বলেন, ক্যান্টিনের পেছনে বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যপণ্য ভবনের পাশে খালি জায়গায় ফেলে রাখা কার্টুনের স্তুপে আগুন জ্বলছিল। মতিঝিল জোনের পুলিশের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, জুন মাস হওয়ায় সঞ্চয়পত্র ক্রয় ছাড়াও মূলভনের নিচে অনেক মানুষ অবস্থান করছিল। আগুনের খবর প্রথমে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
×