ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফকিরহাটে ভূমি অধিগ্রহণের চেক প্রদান

প্রকাশিত: ১৫:১৮, ২৪ জুন ২০২০

ফকিরহাটে ভূমি অধিগ্রহণের চেক প্রদান

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাটে বাড়ি বাড়ি গিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ জন জমির মালিককে ৩ কোটি ৫৮ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। আজ বুধবার সকাল ১১টায় উপজেলার মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে এক অনুষ্ঠানে জমির মালিকদের এই চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ লুৎফার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, বাগেরহাট সদরের সহকারী কমিশনার (ভুমি) আলীমুজ্জামান মিলন, ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের ব্যাবস্থাপক ডাঃ শরিফুল ইসলাম ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী শেখ সহ বিভিন্ন জমির মালিকগণ। অনুষ্ঠানে ১৮ জমির মালিককে অধিগ্রহণের ৩কোটি ৫৮লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এদিকে, বুধবার দুপুরে ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় দুঃস্থ্য ও কর্মহীন শতাধিক পরিবারের মাঝে জিআর প্রকল্পের চাউল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ এর সভাপতিত্বে ও সদ্য যোগদানকারি ইউপি সচিব রাজিব কুমার মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ও ট্রাগ অফিসার সরদার আমজাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান-১ সাধন কুমার দে, ইউপি সদস্য আব্দুল খালেক খান, শংকর দত্ত, মোস্তফা কামাল হারুণ, মহিলা সদস্যা সাজেদা বেগম সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। পরে শতাধিক পরিবারের মাঝে জিআর প্রকল্পের চাউল বিতরণ করা হয়।
×