ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে করোনায় নতুন আরো ৬০ জনসহ আক্রান্ত ৬০৮

প্রকাশিত: ১৮:৫৫, ২১ জুন ২০২০

মাদারীপুরে করোনায় নতুন আরো ৬০ জনসহ আক্রান্ত ৬০৮

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে নতুন আরো ৬০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৭ জন, কালকিনিতে ১৬জন, রাজৈরে ৬জন এবং শিবর্চ উপজেলায় ১১ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০৮ জনে। গত ২৪ ঘন্টায় করোনা রোগী সুস্থ হয়েছে ২৫জন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১৭৩ জন। ২৪ ঘন্টায় জেলা থেকে নমুনা প্রেরণ করা হয়েছে ২৩৭। নতুন আক্রান্তসহ ৪২৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১৫ ও ১৬ জুনের প্রেরিত ১৫৬জনের নমুনার ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ৬০ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বাকীগুলো নেগেটিভ এসেছে। আজ রবিবার বিকেল ৫টা পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০৮জনে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ। জেলা থেকে এ পর্যন্ত নমুনা প্রেরণ করা হয়েছে ৪হাজার ৯৯৪ এবং এ পর্যন্ত ফলাফল রিপোর্ট পাওয়া গেছে ৪হাজার ২৮১ জনের। জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত ৬০৮ জনের মধ্যে সদর উপজেলায় ২১৪ জন, শিবচর উপজেলায় ৯০ জন, রাজৈর উপজেলায় ১৬৯ জন এবং কালকিনি উপজেলায় ১২৬ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯জন। করোনার উপসর্গ নিয়ে ১৩জন মারা গেলেও এদের কোনো পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগের কাছে নেই।
×