ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউ জিল্যান্ডে আরও ২ করোনা ভাইরাস রোগী শনাক্ত

প্রকাশিত: ১৮:৫০, ২১ জুন ২০২০

নিউ জিল্যান্ডে আরও ২ করোনা ভাইরাস রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক ॥ নিউ জিল্যান্ডে আরও দুই জনের দেহে নতুন করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এই দুই জন কয়েকদিন আগে ভারত থেকে আসা একটি শিশু ও ৫৯ বছর বয়সী এক নারী বলে জানিয়েছেন কর্মকর্তারা। সিএনএনএ জানিয়েছে, এদের নিয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে নিউ জিল্যান্ডে কোভিড-১৯ আক্রান্ত নতুন সাত রোগী শনাক্ত হল। সংক্রমণ ‘শূন্যের কোঠায় নেমে আসার’ ঘোষণা দেওয়ার ২৪ দিন পর দেশটির কর্মকর্তারা গত সপ্তাহে যুক্তরাজ্যফেরত দুই নারীর দেহে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করেন। শনিবার শনাক্ত হওয়া দুই জন নিয়ে নিউ জিল্যান্ডে এখন ‘সক্রিয় রোগীর’ সংখ্যা সাত জনে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহের মধ্যে এদের সবার সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ ‘শূন্যের কোঠায় নেমে আসায়’ এবং আক্রান্তরা সবাই সুস্থ হয়ে যাওয়ায় নিউ জিল্যান্ড ৮ জুন তাদের সীমান্তের ভেতর সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়। কিন্তু তারপরও দেশটিতে বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। নতুন যে দুই রোগী শনাক্ত হয়েছে, তারাও কোয়ারেন্টিনে ছিলেন। আক্রান্ত শিশুটি সম্প্রতি তার মা-বাবার সঙ্গে ভারত থেকে নিউ জিল্যান্ড এসেছে আর ৫৯ বছর বয়সী নারীও দিল্লি থেকে কয়েকদিন আগে নিউ জিল্যান্ডে ফিরেছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। “অকল্যান্ডের কোয়ারেন্টিন স্থাপনা জেট পার্ক হোটেলে শিশুটির পরিবারের সদস্যরা ভালো আছে বলে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা,” বিবৃতিতে বলেছে মন্ত্রণালয়। নতুন ও পুরাতন আক্রান্তদের নিয়ে নিউ জিল্যান্ডে এখন পর্যন্ত মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজার ১৬১ জনে দাঁড়িয়েছে। প্রবাসীরা দেশে ফিরতে থাকায় সামনের দিনগুলোতে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে অনুমান করছেন দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড। “এটা ভালো যে রোগী শনাক্তে ব্যবস্থাপনা সচল আছে। শনাক্তকরণ, বিশেষ করে সীমান্তে (রোগী শনাক্তে) পরীক্ষা আমাদের কোভিড-১৯ মোকাবেলার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসাবেই থাকছে,” বলেছেন তিনি।
×