ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস ॥ এবার মৃত্যুতেও চীনকে ছাড়িয়ে গেল ভারত

প্রকাশিত: ১১:২৩, ২৯ মে ২০২০

করোনা ভাইরাস ॥ এবার মৃত্যুতেও চীনকে ছাড়িয়ে গেল ভারত

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে অনেক আগেই ছাড়িয়ে গেছে ভারত। বর্তমানে দেশটিতে আক্রান্তের সংখ্যা চীনের চেয়ে প্রাণ দ্বিগুণ। ভারতে বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেছে ১ লাখ ৬০ হাজার। এরই মধ্যে আমেরিকার জন হপকিন্স ইউনিভারসসিটির তথ্য বলছে, করোনায় এবার মৃত্যুর বিচারে চীনকেও পিছনে ফেলেছে ভারত। জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান বলছে, চীনে যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ১০৬ জন, সেখানে ভারতে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ জন আক্রান্ত হওয়ায় সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় দ্বিগুণ। পাশপাশি বৃহস্পতিবার রাতের তথ্য বলছে, চীনের মৃত্যু সংখ্যাকেও পার করে ফেলেছে ভারত। চীনে করোনার জেরে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৮ জন, কিন্তু ভারতে ইতিমধ্যে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭১১ জনে। ২০১৯ এর ডিসেম্বরে চীনের উহানে শুরু হয়েছিল করোনা সংক্রমণ। এরপর সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। সারা বিশ্বে ৫৯ লাখেরও বেশি মানুষ এই রোগের কবলে পড়েছেন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ৩ লাখেরও বেশি। তবে গত কয়েকদিনে চীনে নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই কম।
×