ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভ্যাকসিন ছাড়াই করোনা রোখা যাবে

প্রকাশিত: ২৩:৩৮, ২১ মে ২০২০

ভ্যাকসিন ছাড়াই করোনা রোখা যাবে

চীনা গবেষণাগারে নতুন একটি ওষুধ আবিষ্কৃত হয়েছে। এ ওষুধ করোনা মহামারীর বিস্তার থামিয়ে দিতে পারবে বলে মনে করছেন দেশটির বিজ্ঞানীরা। বিশ্বব্যাপী মহামারী রূপ নেয়া এই ভাইরাসের উৎপত্তি গত বছরের শেষের দিকে চীনে। এর চিকিৎসা ও টিকা আবিষ্কারে আন্তর্জাতিক অঙ্গনে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। গবেষকরা বলেছেন, চীনের খ্যাতনামা পিকিং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা নতুন ওষুধটির পরীক্ষা চালিয়ে দেখেছেন যে, তা কেবল আক্রান্তের আরোগ্যলাভের সময়ই কমাবে না বরং ভাইরাসের বিরুদ্ধে স্বল্পমাত্রার ইমিউনিটিও তৈরি করবে। ইউনিভার্সিটির বেজিং এডভান্সড ইনোভেশন সেন্টার ফর জিনোমিক-এর পরিচালক সানি জি বলেন, ওষুধটি প্রাণীর ওপর প্রয়োগে সাফল্য ধরা দিয়েছে। জি আরও বলেন, ‘কয়েকটি সংক্রমিত ইঁদুরের এ্যান্টিবডি নিষ্ক্রিয় করায় প্রয়োগ করার পাঁচ দিন পর সেগুলোর শরীর থেকে ভাইরাস কমে আসতে দেখা গেছে। তিনি বলেন, ‘এর মানে যে, এই ওষুধের একটি চিকিৎসা কার্যকারিতা রয়েছে।’ এর আগে অপর এক খবরে বলা হয়, মহামারী করোনাভাইরাস থেকে বাঁচতে ১১৫টি ভ্যাকসিন বা টিকা নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে দ্য কোয়ালিশন ফর প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই)। ভ্যাকসিন আবিষ্কারে রাতদিন চেষ্টা করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের ওষুধ প্রস্তুতকারক ও গবেষণা প্রতিষ্ঠানগুলো। মানবদেহে কয়েকটি ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষাও শুরু হয়েছে। কিন্তু ঠিক কবে নাগাদ এই টিকা চূড়ান্তভাবে অনুমোদন পাবে তা এখনও বলা যাচ্ছে না। তবে এবার ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সির (ইএমএ) বলেছে, খুব দ্রুত হলেও এই টিকা অনুমোদনের জন্য প্রস্তুত হতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে।
×