ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে ৩০ কিমি যানজট

প্রকাশিত: ২৩:৪৯, ১৯ মে ২০২০

দাউদকান্দিতে ৩০ কিমি যানজট

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৮ মে ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে ঢাকামুখী লেনে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। করোনাভাইরাসের কারণে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলে ও রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত মালবাহী ট্রাক লড়ির দীর্ঘ যানজট দেখা যায় এ মহাসড়কে। দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর পূর্ব পাড়ের বলদাখাল নামকস্থানে পুলিশী চেকপোস্টের কারণে এ যানজটের সৃষ্টি হয় বলে দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়। পুলিশের সার্জেন্ট আলমগীর হোসেন জানান, যাত্রীবাস চলাচল বন্ধ থাকায় রাতে ঢাকামুখী পণ্যবাহী যানবাহনের চাপ বাড়তে থাকে। এদিকে মহামারী করোনাভাইরাস প্রতিরোধে আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঢাকা-কুমিল্লায় যাতে পণ্যবাহী ও আওতামুক্ত যানবাহন ব্যতীত অন্যকোন যানবাহন প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। দাউদকান্দি বলদাখাল এলাকায় রাজধানীতে প্রবেশের চেকপোস্টে যাত্রীবাহী প্রাইভেটকার, মাইক্রোবাস চালক ও যাত্রীরা বিভিন্ন সমস্যার কথাবার্তা বলে দীর্ঘ সময়ক্ষেপণ করার ফলে এ যানজট সৃষ্টি হয়। রবিবার রাতে তীব্রতা বেড়ে সোমবার দুপুর পর্যন্ত মহাসড়কের ঢাকা অংশে কুমিল্লার চান্দিনা থেকে গজারিয়ার মেঘনা সেতুর পূর্বপাড় পযর্ন্ত প্রায় ৩০ কিলোমিটার ঢাকামুখী অংশে যানজট প্রকট আকার ধারণ করেছে। দীর্ঘ যানজটের কারণে আমদানি-রফতানিবাহী যানবাহনগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে থাকতে হয় বলে পণ্যবাহী ট্রাক চালকরা জানায়। যানজট নিরসনে জন্য দাউদকান্দি মডেল থানা ও হাইওয়ে থানার পুলিশের পাশাপাশি আনসার বাহিনী যানজট নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়।
×