ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাস্ক না পরলে জেল জরিমানা!

প্রকাশিত: ২৩:৪৫, ১৯ মে ২০২০

মাস্ক না পরলে জেল জরিমানা!

কাতার করোনাভাইরাস ঠেকাতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। মাস্ক না পরলে ৩ বছর পর্যন্ত জেল এবং ৫৫ হাজার ডলার পর্যন্ত জরিমানার কঠোর শাস্তির বিধান করেছে দেশটি। রবিবার থেকেই এ আইন প্রযোজ্য হচ্ছে। তবে কেবল কেউ একা গাড়ি চালানোর ক্ষেত্রে এ থেকে ছাড় পাবেন। গাল্ফ নিউজ। কাতারে ৩০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে, যা দেশটির জনসংখ্যার ১১ শতাংশ। আর মারা গেছে ১৫ জন। কাতার কর্তৃপক্ষ রমজান মাসের এ সময়ে জনসমাগমের কারণে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে পারে বলে আগেই সতর্ক করেছে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কাতারে স্কুল, মসজিদ, শপিংমল, রেস্তরাঁ সব বন্ধ রয়েছে। তবে ২০২২ সালের ফিফা ওয়ার্ল্ডকাপ আয়োজনের জন্য দেশটিতে নির্মাণ কাজ চলছে। সামাজিক দূরত্ব বিধি মেনে কাজ চললেও কর্মকর্তারা বলছেন, তিনটি স্টেডিয়ামে শ্রমিকদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
×