ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে নতুন আইজিপির সাক্ষাত

প্রকাশিত: ১০:৫৬, ১৭ এপ্রিল ২০২০

রাষ্ট্রপতির সঙ্গে নতুন আইজিপির সাক্ষাত

জনকণ্ঠ ডেস্ক ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বৃহস্পতিবার বিকেলে তিনি বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর বিডিনিউজের। এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও একই সময় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্যে সাক্ষাতে যান। রাষ্ট্রপতি দুজনকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ দেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন। মুক্তিযুদ্ধে এ বাহিনীর রয়েছে গৌরবময় ভূমিকা। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জঙ্গীবাদ দমন ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ ইতিবাচক অবদান রেখে আসছে। ‘বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় জনগণের সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন করতে পুলিশ প্রশংসনীয় ভূমিকা পালন করছে।’ রাষ্ট্রপতি বলেন, র‌্যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন দেশের যে কোন প্রয়োজনে এ বাহিনীর প্রতিটি সদস্য ভবিষ্যতেও সাহসী ভূমিকা অব্যাহত রাখবে। আইজিপি ও র‌্যাব মহাপরিচালক দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
×