ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পরীক্ষা ছাড়াই তথ্য গ্রহণযোগ্যতা পাচ্ছে না ॥ রিজভী

প্রকাশিত: ০৯:৪৬, ৩১ মার্চ ২০২০

পরীক্ষা ছাড়াই তথ্য গ্রহণযোগ্যতা পাচ্ছে না ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ পরীক্ষা ছাড়াই সরকার যে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের তথ্য দিচ্ছেন তা গ্রহণযোগ্যতা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মহামারী মোকাবেলায় সরকারের কোন প্রস্তুতি নেই। দু’মাস সময় পেয়েও তারা প্রস্তুতি নিতে পারেনি। অবস্থাদৃষ্টে সরকারের পলিসি জনগণের কাছে পরিষ্কার। নো কিট, নো করোনা। নো টেস্ট, নো করোনা। নো পেসেন্ট, নো করোনা। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মন্তব্য করেন রিজভী। এ সময় তিনি আরও বলেন, যে পলিসি করে ইরান ও ইতালি সরকার তাদের দেশের সর্বনাশ করেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে গোটা বিশ্ব থেকে, আমাদের সরকারও সেই লুকানোর পলিসি দিয়েই সবকিছু ম্যানেজ করতে চলেছে। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সরকারের এই লুকানো পলিসি যাতে কেউ প্রকাশ না করতে পারে, সেজন্য নানা রকমের অপচেষ্টা চলছে। এই লুকানোর পলিসির নাম দিয়েছে গুজব। তিনি বলেন করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কাজের কোথাও সমন্বয় নেই। আক্রান্ত রোগী শনাক্তকরণের পর্যাপ্ত উপকরণ ও ব্যবস্থাপনা দেশে নেই। চিকিৎসকদের রক্ষার ব্যবস্থা নেই। যথেষ্ট মাস্ক, স্যানিটাইজার ও ভেন্টিলেটর নেই। পরীক্ষার ব্যবস্থা ছাড়া সরকার আক্রান্ত সংখ্যার যে তথ্য দিচ্ছে তা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না। রিজভী বলেন, করোনাভাইরাসের মহাদুর্যোগের কারণে সামনে বসে সরাসরি কথা বলার মতো পরিবেশ নেই। কোভিড-১৯ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে বৈশ্বিক মহামারীতে রূপ নিয়েছে। পরিতাপের বিষয় দুই মাস সময় পেলেও সরকার সমস্যার দিকে কোন মনোযোগ দেয়নি। উপদ্রুত দেশগুলো আসা প্রবাসীদের বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে কোয়ারেন্টাইনে রাখার সরকারী ব্যর্থতা প্রমাণ করে যে, সমন্বয়হীনতা ও প্রস্তুতির অভাব দেশকে কত বড় বিপদে ফেলতে পারে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে টানা দু’দিন বলা হচ্ছে, দেশে নতুন করে করোনা আক্রান্ত নেই। অথচ পত্র-পত্রিকা, টেলিভিশনসহ মিডিয়া প্রতিদিন সর্দি, জ্বর, কাশিতে মারা যাওয়ার খবর দিচ্ছে। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর সংবাদ ছাপা হয়েছে সোমবারে প্রকাশিত সংবাদপত্রে।
×