ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহিলা ক্রিকেটাররা পাবেন ২০ হাজার টাকা করে

প্রকাশিত: ০৯:৩৫, ৩১ মার্চ ২০২০

মহিলা ক্রিকেটাররা পাবেন ২০ হাজার টাকা করে

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বব্যাপীই ক্রীড়াঙ্গনে স্থবিরতা এসেছে। বাংলাদেশেও সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। এ কারণে শুরু হওয়ার পর ১ রাউন্ড হয়েই স্থগিত হয়ে যায় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল)। তাই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার মহিলা ক্রিকেটারদেরও জন্যও অনুদান ঘোষণা করা হয়েছে। বিসিবি জানিয়েছে, দেশের জাতীয় পর্যায় ও ঘরোয়া ক্রিকেটে খেলা সব মহিলা ক্রিকেটারদের জন্য এককালীন ২০ হাজার টাকা করে সাহায্য দেয়া হবে। ২০১৮-১৯ মৌসুমের জাতীয় মহিলা ক্রিকেট লীগে খেলা ও বিসিবির নির্বাচন প্রক্রিয়ার ক্যাম্পে যারা ২০১৯-২০ মৌসুমে আছেন তারা এর আওতাভুক্ত হবেন। এই মুহূর্তে অবশ্য মহিলা ক্রিকেটারদের তেমন ব্যস্ততা ছিল না। তবে স্থানীয় পর্যায়ের সব ধরনের ক্রিকেট প্রতিযোগিতা বন্ধ হয়ে যাওয়াতেই মহিলা ক্রিকেটারদের সঙ্কটময় পরিস্থিতি বিবেচনায় ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। অথচ বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে বেতন কাটা, বেতন বন্ধ করে দেয়ার মতো ঘটনা এখন প্রতিনিয়তই দেখা যাচ্ছে ক্রীড়া, বাণিজ্যসহ সব পর্যায়ে। সেখানে বিসিবি পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি মহিলা ক্রিকেটারদেরও একটা সম্মানী হিসেবে অনুদান দিচ্ছে। এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘যেহেতু কখন আবার খেলা মাঠে গড়াবে তা বলা যাচ্ছে না, তাই ক্রিকেটারদের জন্য বিসিবি এই উদ্যোগ নিয়েছে। এতে করে তারা অন্তত সঙ্কটময় এ পরিস্থিতিতে বাড়তি দুশ্চিন্তায় থাকবে না।’ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘পুরুষ ক্রিকেটারদের মতো বেশিরভাগ নারী ক্রিকেটারই তাদের আয়-রোজগারের জন্য ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভরশীল। এছাড়াও আমাদের যে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল, সেটিও করোনার কারণে এখন হচ্ছে না। ফলে ক্রিকেটাররা বাধ্য হয়েই অলস বসে আছে এবং তাদের এখন আমাদের সাহায্যের দরকার আছে।’
×