ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা শনাক্তে ঢাকার বাইরে প্রথম ল্যাব হচ্ছে রাজশাহীতে

প্রকাশিত: ০৯:৩৪, ৩০ মার্চ ২০২০

 করোনা শনাক্তে ঢাকার  বাইরে প্রথম ল্যাব হচ্ছে রাজশাহীতে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্তে ঢাকার বাইরে প্রথম রাজশাহীতেই পলিমার চেন রি-এ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপন করা হচ্ছে। রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) এখন পুরোদমে চলছে ল্যাব প্রস্তুতের কাজ। খুব স্বল্প সময়ের মধ্যেই এসব কাজ শেষ হয়ে পরীক্ষা শুরু হবে। এর মধ্য দিয়ে রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহীর চিকিৎসকদের উৎকণ্ঠা কাটছে। কারণ, কারও মাঝে জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানার মতো কোভিড-১৯ এর মতো উপসর্গ থাকলে তার নমুনা পরীক্ষা করা সম্ভব হবে দ্রুত সময়ের মধ্যেই। ফলে অজানা আতঙ্ক আর ভর করবে না চিকিৎসকদের মনে। রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ নওশাদ আলী বলেন, রাজশাহীতে এখনও করোনার কোন রোগী শনাক্ত হয়নি। তারপরেও চিকিৎসকরা দায়িত্ব পালনের ক্ষেত্রে উৎকণ্ঠার মধ্যে থাকছেন। তবে পিসিআর মেশিন চালু হয়ে গেলে তখন এই উৎকণ্ঠা কেটে যাবে। কারণ, তখন নিশ্চিতভাবেই বলা যাবে কেউ করোনাভাইরাসে আক্রান্ত কি না। কেউ শনাক্ত হলে তখন তার বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে চিকিৎসা কার্যক্রম চালানো যাবে। দ্রুত রোগ শনাক্ত হবার কারণে তার চিকিৎসাও ভাল হবে।
×