ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে পিতাসহ মুন্সীগঞ্জের চিকিৎসকের করোনায়ু মৃত্যু, মা হাসপাতালে

প্রকাশিত: ০৮:৩৭, ২৯ মার্চ ২০২০

যুক্তরাষ্ট্রে পিতাসহ মুন্সীগঞ্জের চিকিৎসকের করোনায়ু মৃত্যু, মা হাসপাতালে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের-বিক্রমপুরের লৌহজংয়ের কাজির পাগলা গ্রামের সন্তান আমেরিকা প্রবাসী চিকিৎসক ডা. শাকিল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় মারা গেছেন তার পিতা শফিকুল ইসলাম। হাসপাতালে করোনার সাথে লড়াই করছেন তার মা রাশিদা খানম। পরিবারের এই তিন সদস্যই সম্প্রতি সেখানে করোনায় আক্রান্ত হন। পরে অল্প সময়ের ব্যবধানে পিতা-পুত্র শুক্রবার হাসপাতালে মারা যান। মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাজির পাগলা গ্রামের বাসিন্দা মো. অলিউর ইসলাম অলি এ তথ্য দিয়ে জানান বলেন, এই মৃত্যুর খবরে কাজির পাগলা গ্রামের শোকের ছায়া নেমে আসে । বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) এবং কাজির পাগলার কৃতিসন্তান আলহাজ আবুল বাসার জানান, শফিকুল আমার ক্লাস ফ্রেন্ড। তার মৃত্যু সংবাদ আমাকে ব্যথিত করেছে। শফিক এক সময় ভাল ফুটবল খেলতো। কাজির পাগলা বাজারে তার সবচেয়ে বড় ওষুধের দোকান ছিল। ১৯৭২ সালে আমরা কাজির পাগলা এটি ইনস্টিটিউশন থেকে একই সাথে মেট্রিক পাশ করি। ১৯৯১ সালে শফিক ডিবি ওয়ান লটারী পেয়ে সপরিবারে আমেরিকায় যায় এবং সেখানেই বসবাস করছিল। তারপরও এলাকার সাথে ভাল যোগাযোগ ছিল। জানাগেছে সেখানেই তাদের দাফন করা হচ্ছে।
×