ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুমেকে মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না

প্রকাশিত: ১০:৫৬, ২৯ মার্চ ২০২০

খুমেকে মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের সার্জারি ওয়ার্ডে বৃহস্পতিবার মৃত্যুবরণকারী মোস্তাহিদুর রহমান (৪৮) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। তিনি মারা যাওয়ার পর তার নমুনা ঢাকায় জাতীয় রোগতত্ত্ব ও ইনস্টিটিউটে (আইসিডিআর) পাঠিয়ে পরীক্ষা করানো হয়। পরীক্ষায় মৃত ব্যক্তির করোনা শনাক্ত হয়নি। এ ছাড়া খুমেক হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ভর্তি থাকা (চিকিৎসাধীন) পুলিশ সদস্য জহুরুল ইসলাম (২৫) এবং মিনারা বেগমের (২৫) নমুনা পরীক্ষার রিপোর্টেও করোনার সংক্রমণ পাওয়া যায়নি। ফলে খুলনা এখন পর্যন্ত করোনা মুক্ত। খুমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দেড়টায় মোস্তাহিদুর রহমান নামে এক ব্যক্তি মারা যান। নগরীর হেলাতলা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি এর আগে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে থাইরয়েড অপারেশন করান। তার মৃত্যুর পর জানা যায়, ঢাকায় যখন হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন সেসময় সেখানে করোনা আক্রান্ত রোগী ছিল। যে কারণে খুমেক হাসপাতালে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হয়।
×