ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাজ চালিয়ে যাওয়া সিরাজ গার্মেন্টস শ্রমিক বিক্ষোভে বন্ধ

প্রকাশিত: ১০:৫৬, ২৯ মার্চ ২০২০

কাজ চালিয়ে যাওয়া সিরাজ গার্মেন্টস শ্রমিক বিক্ষোভে বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে কাজ চালিয়ে যাওয়া একটি তৈরি পোশাকের কারখানা শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ হয়েছে। মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিজুর রহমান জানান, শনিবার দুপুরে মিরপুর ১০ গোল চত্বরের কাছে সেনপাড়া পর্বতা এলাকার সিরাজ গার্মেন্টস নামে কারখানাটি বন্ধের দাবিতে শ্রমিকরা সড়কে বিক্ষোভ করে। ওসি বলেন, বিদেশী ক্রেতাদের কিছু ক্রয়াদেশ থাকায় কারখানা চালু রাখতে চেয়েছিলেন মালিক। কিন্তু শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নোভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা ও মালিকদের সংগঠন বিজিএমইএর নির্দেশনার পরও ওই তৈরি পোশাকের কারখানার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মাসুক আহমেদ শ্রমিকদের কাজ চালিয়ে যাওয়ার কথা বললে এই ঘটনা ঘটে।
×