ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

অসহায় মানুষের সহায়তায় দুই জাতীয় ফুটবলার

প্রকাশিত: ০৮:০৩, ২৭ মার্চ ২০২০

অসহায় মানুষের সহায়তায় দুই জাতীয় ফুটবলার

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আজ দেশের প্রতিটি মানুষ। সরবারের নির্দেশে এখন ঘরের বাইরে বের হতে পারছেন না সাধারণ জনগণ। গরীব ও খেটে খাওয়া মানুষরা এই ঘোষণায় অনেক কষ্টে দিনতিপাত করছেন। তাদের সহায়তায় ব্রক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন জাতীয় দলের দুই ফুটবলার বিপলু আহমেদ ও আরিফুর রহমান। নিজ বিভাগ সিলেটে বিপলু এবং কুমিল্লা শহরে খেটে খাওয়া মানুষদের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেছেন আরিফুর। এই দুই ফুটবলার অন্যদের উৎসাহিত করার জন্য দুজনই ভিন্ন ভিন্ন ভিডিও আপলোড করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
×