ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও পরীমণির বিয়ে

প্রকাশিত: ০৮:০৬, ২১ মার্চ ২০২০

 আবারও পরীমণির বিয়ে

স্টাফ রিপোর্টার ॥ আবারও বিয়ের পিড়িতে বসলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। পাত্র কামরুজ্জামান রনি। তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের নির্দেশক ও সদস্য। সম্প্রতি রাজধানী রাজারবাগ এলাকায় পরীমনি ও কামরুজ্জামান রনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রনি তার বিয়ের খবর নিশ্চিত করে বলেন, পরীমনির সঙ্গে বিয়েটা হঠাৎ করে ফেলেছি। বর্তমানে দু’জনে মংলা বন্দরের পাশে করমজল এলাকায় আছি। এখানে পরীমনি ‘এ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ চলচ্চিত্রের শুটিং করছেন। নিজেদের একটু গুছিয়ে নিয়ে আমরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রনি। ওই চলচ্চিত্রে অভিনয় করছেন পরীমনি। সেখানে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় তাদের। একপর্যায়ে রনিই বিয়ের প্রস্তাব দেন পরীকে। মনে মনে রনির প্রতি দুর্বল পরী সেই প্রস্তাব এড়াতে পারেননি। বিয়ে নিয়ে পরীমনি বলেন, প্রায় পাঁচ মাস আগে চলচ্চিত্রের গল্প শোনানোর জন্য হৃদি আপুসহ রনি এসেছিল আমাদের বাসায়। তখন আমি তাকে খেয়ালই করিনি। শূটিংয়ে গিয়ে কোথায় থাকব কীভাবে যাব, সেসব নিয়ে তার সঙ্গে প্রথম আলাপ শুরু হয়। এভাবেই এক সময় আমাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। তিনি বলেন, মার্চের ৩ থেকে ৭ তারিখ আমরা ঠাকুরগাঁওয়ে শুটিং করি। সেখানে ভীষণ আনন্দে সময় পার হয়ে যায়। ৮ মার্চ ঢাকায় এসে আমি তাকে খুব মিস করছিলাম। পরদিন ৯ মার্চ আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার মন যেন কেমন করে ওঠে। ওই রাতেই আমরা বিয়ে করে ফেলি। নিজেদের একটু গুছিয়ে নিয়ে আমরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। সে বছর ‘রানা প্লাজা’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি, যদিও এখনও মুক্তি পায়নি চলচ্চিত্রটি। পরীমনি অভিনীত অন্যতম চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘আরো ভালোবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’।
×