ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব নারী দিবসে বগুড়ায় আবৃত্তি অনুষ্ঠান ‘আমরা নেমেছি পথে’

প্রকাশিত: ০৯:২৪, ১৪ মার্চ ২০২০

বিশ্ব নারী দিবসে বগুড়ায় আবৃত্তি অনুষ্ঠান ‘আমরা নেমেছি পথে’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে সারাদেশে একযোগে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস উপলক্ষে ধর্ষণের প্রতিবাদে আবৃত্তি অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘আমরা নেমেছি পথে’। সারাদেশে একযোগে অনুষ্ঠানের অংশ হিসেবে বগুড়ায় গত ৮ মার্চ রবিবার সন্ধ্যায় রোমেনা আফাজ মুক্ত মঞ্চে আয়োজনটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য ও সমন্বয় পরিষদভুক্ত সংগঠন কণ্ঠ সাধন আবৃত্তি সংসদের সভাপতি আবৃত্তিশিল্পী শরীফ মজুমদারের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাজশাহী বিভাগীয় সদস্য ও নাট্যকর্মী নিভা রাণী সরকার পূর্ণিমা, হাজী জয়নাল আবেদীন, কমার্স কলেজের অধ্যক্ষ ও আবৃত্তিশিল্পী শ্রাবণী সুলতানা, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক ও নাট্যকর্মী সাদেকুর রহমান সুজন। বক্তারা বক্তব্যের শেষে নারী দিবসের সঙ্গে একান্ত হয়ে নারীবাদী কবিতা আবৃত্তি করেন। আবৃত্তি আয়োজনে নারীবাদী কবিতা নিয়ে একে একে বৃন্দ পরিবেশনা উপস্থাপন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদভুক্ত বগুড়ার ৩টি সংগঠন। রাকিব জুয়েলের গ্রন্থনা ও নির্দেশনায় কণ্ঠ সাধন আবৃত্তি সংসদ মঞ্চায়ন করে ‘কন্যাশ্লোক’, এম এ করিম রচনা ও আব্দুল মোবিনের নির্দেশনায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘নির্যাতিতা রমণী’ এবং কমলেশ পাল রচনা ও ফজলে রাব্বীর নির্মাণ ভাবনা নিয়ে বিহঙ্গ আবৃত্তি পরিষদ পরিবেশন করে ‘পাপগাঁধা’। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিহঙ্গ আবৃত্তি পরিষদের নির্বাহী সদস্য শেখ মাসুকুর রহমান শিহাব।
×