ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে হলদিয়া বিদ্যালয়ের শতবর্ষপূর্তি

প্রকাশিত: ০৯:১১, ১৪ মার্চ ২০২০

লৌহজংয়ে হলদিয়া বিদ্যালয়ের শতবর্ষপূর্তি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সব সুধীজনের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের হয়। আয়োজনটিতে বিদ্যালয়ের দাতাসদস্যদের মরণোত্তর সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণিল আয়োজনে আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে বিদ্যালয়টির শতবর্ষ উদযাপন করা হয়। আয়োজনটিতে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি বিএম সোহেলের সভাপতিত্বে বিদ্যালয়ের আলোচনা করেন সাবেক সভাপতি সামসুল হক ব্যাপারী, প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা বিএম শোয়েব, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম খান, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, বিদ্যালয় শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক বিএম শামীম, সদস্য সচিব আনিস সরদার ও দেওয়ান শফিকুল ইসলাম প্রমুখ।
×