ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এডিস মশা নিধনে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু

প্রকাশিত: ১১:৪৩, ১ মার্চ ২০২০

এডিস মশা নিধনে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এডিস মশার বংশ বিস্তারের চিহ্নিত ঝুঁঁকিপূর্ণ পাঁচটি ওয়ার্ডে মশক নিধনে বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। শনিবার রাজধানীর মিরপুরে ১২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুন। এ সময় ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন তিতু, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজসহ সিটি কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, নাগরিকদের সহযোগিতাই পারে নগরবাসীকে এডিস মশা থেকে মুক্তি দিতে। জনসাধারণকে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি উদ্বুদ্ধ হয়ে নিজেদের বাসাবাড়ি, ভবন এবং এলাকা নিজেরা পরিষ্কারে সচেতন হতে হবে। প্রয়োজনে আমাদের গাড়ি এসে ময়লা সংগ্রহ করে নিয়ে যাবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না, কোথাও পানি জমে থাকতে দেবেন না। ডাবের খোসা, টিনের কৌটা, পরিত্যক্ত পেট বোতল, প্লাস্টিকের পট, হাঁড়ি, ভাঙ্গা বা পরিত্যক্ত ফুলের টব যেখানে-সেখানে রাখবেন না। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সতর্ক থাকার তাগিদ স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত বাংলাদেশে কোন করোনাভাইরাস রোগী পাওয়া যায়নি। তবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে সর্বদা সতর্ক থাকা দরকার। করোনাভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশ এখন পর্যন্ত বেশ কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলেছে। বিষয়টি খুব সিরিয়াস। সামান্য ভুলের কারণে বাংলাদেশে ভাইরাসটি প্রবেশ করলে সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। শনিবার জাতীয় প্রেসক্লাবে ডক্টরস ফর হেলথ এ্যান্ড এনভায়রনমেন্ট আয়োজিত ‘করোনাভাইরাস রোগ : বৈশ্বিক পরিস্থিতি ও বাংলাদেশ প্রেক্ষাপট-আতঙ্ক, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
×