ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম

প্রকাশিত: ১১:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম

জনকণ্ঠ ডেস্ক ॥ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে আনোয়ার ইব্রাহিমকে সমর্থন দিয়েছেন আইনপ্রণেতারা। মঙ্গলবার রাজনৈতিক দল পিকেআর’র প্রেসিডেন্ট আনোয়ারকে সমর্থনের ঘোষণা দেন ক্ষমতাসীন জোট পাকাতান হারাপানের সব আইনপ্রণেতা। খবর স্ট্রেইট টাইমসের। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার রাজা ইয়াং দি-পারতুয়ান আগংয়ের কাছে প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিমের নাম উপস্থাপন করেন পিকেআর’র আইনপ্রণেতারা। সূত্র জানিয়েছে, আমানাহ জোটের পার্লামেন্ট সদস্যরাও এতে সমর্থন দিয়েছেন। আশা করা হচ্ছে, বুধবার রাজার সামনে ডিএপি দলের আইনপ্রণেতারাও আনোয়ারকে সমর্থন দেবেন। এর আগে দেশটির রাজার সঙ্গে সাক্ষাতের পর আইনপ্রণেতা ওয়াংসা মাঝু তান ইই কিউ বলেন, আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করতে বিধিবদ্ধ ঘোষণায় আমি স্বাক্ষর করেছি। ধারণা করা হচ্ছে, এ ব্যাপারে খুব শীঘ্রই দলীয় আনুষ্ঠানিক বিবৃতি দেবেন পিকেআর’র যোগাযোগ পরিচালক ফাহমি ফাদজিল। আমানাহ জোটের যোগাযোগ পরিচালক খালিদ সামাদ আগেই টুইট বার্তায় লিখেছেন, ‘আনোয়ারের যথেষ্ট সমর্থন আছে- তাকে এটা প্রমাণের সুযোগ দেয়া উচিত।’
×