ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিরলেন শাপুর ও উসমান

প্রকাশিত: ০৯:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২০

 ফিরলেন শাপুর ও উসমান

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসে ভারতের মাটিতে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফাগানিস্তান। দলে ফিরেছেন পেসার শাপুর জাদরান ও তরুণ ওপেনার উসমান গনি। নেতৃত্ব দেবেন আসগার আফগান। গত ডিসেম্বরে রশিদ খানকে সরিয়ে এই পেস অলরাউন্ডারকে সব ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। শাপুর সর্বশেষ টি২০ খেলেছেন ২০১৮ সালের জুনে, বাংলাদেশের বিপক্ষে। ঘরোয়া ক্রিকেটে ভাল করার পুরস্কার হিসেবে আবারও দলে ফিরলেন ৩২ বছর বয়সী এই বাঁহাতি পেসার। আর গত বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ দেশের হয়ে খেলা ২৩ বছর বয়সী উসমান ১৫ ওয়ানডে খেলেছেন, টি২০ ১৯। আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় পেস-বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের। টি২০তে অভিষেক হতে পারে দেশের হয়ে একটি টেস্ট খেলা লেগ স্পিনার কাইস আহমেদেরও। এখনও পুরোপুরি চোট কাটিয়ে উঠতে না পারলেও দলে আছেন ওপেনার হজরতউল্লাহ জাজাই। তবে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক এ্যান্ডি মোলস। উত্তর প্রদেশের গ্রেটার নয়ডা স্টেডিয়ামে আগামী ৬, ৮ ও ১০ মার্চ হবে ম্যাচ তিনটি। উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপের ঠিক আগমুহূর্ত থেকে শুরু করে বছরের শেষ মাস পর্যন্ত অধিনায়কত্ব নিয়ে বেশ নাটকীয়তাই হয়েছে আফগানিস্তানের ক্রিকেটে। আফগানিস্তান টি২০ দল ॥ আসগার আফগান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশিদ খান, নবীন উল হক, শাপুর জাদরান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, সামিউল্লাহ শেনওয়ারি, আযমাতুল্লাহ ওমরজাই এবং উসমান ঘানি।
×