ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সনদ বিতরণ

প্রকাশিত: ০৯:৩১, ৩১ জানুয়ারি ২০২০

সনদ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৩০ জানুয়ারি ॥ মির্জাপুরে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে ৪৩ প্রশিক্ষণার্থীর মধ্যে এ সনদপত্র বিতরণ করা হয়। মির্জাপুর যুব উন্নয়ন অধিদফতর আয়োজিত টেকাপ প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে ৪৩ যুবক-যুবতীকে মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩০ জানুয়ারি ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র প্রচার ও প্রতারণার অভিযোগে নাঈম ইসলাম নাহিদ (১৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গত বুধবার রাতে রংপুর মহানগরীর তাহজাট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য নাঈম ইসলাম নাহিদকে আটক করা হয়। আটক নাহিদ নগরীর বিনোদপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত রফিকুল ইসলাম ছেলে।
×