ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিজিটাল তথ্য নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ

প্রকাশিত: ১১:৩৮, ৩০ জানুয়ারি ২০২০

ডিজিটাল তথ্য নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ ডিজিটাল তথ্য নিরাপত্তায় সতর্ক থকার নির্দেশ দিয়েছে সরকার। এই লক্ষ্যে নতুন বেশ কিছু নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সব সরকারী প্রতিষ্ঠানে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। ‘ডিজিটাল ডিভাইস, ইন্টারনেট এবং তথ্য রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নির্দেশিকা-২০২০’ শীর্ষক এই নির্দেশমালায় ডিজিটাল ঝুঁকি মোকাবেলায় প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান সাইবার আক্রমণের শিকার হচ্ছে উল্লেখ করে সম্প্রতি জারি করা ওই নির্দেশিকায় বলা হয়, ইন্টারনেটে দাফতরিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। অন্যদিকে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে ইন্টারনেটভিত্তিক কার্যক্রম পরিচালনাও জরুরী। তাই ডিজিটাইলাজেশনের সঙ্গে সঙ্গে ডিজিটাল তথ্য-উপাত্তের নিরাপত্তা বিধান জরুরী। এ জন্য বেশকিছু নির্দেশ দেয়া হয়েছে।
×