ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্কুল ও মাদ্রাসায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন কাল

প্রকাশিত: ১১:২৯, ২৪ জানুয়ারি ২০২০

 স্কুল ও মাদ্রাসায়  স্টুডেন্ট ক্যাবিনেট  নির্বাচন কাল

স্টাফ রিপোর্টার ॥ স্কুল পর্যায়ের নির্বাচনের সফলতার ধারাবাহিকতায় কলেজ পর্যায়েও স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের পরিকল্পনা করছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছেন, আগামীতে কলেজ পর্যায়েও নির্বাচনের ব্যবস্থা করা হবে। তিনি জানান, আগামীকাল শনিবার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষা সচিব বলেন, নির্বাচনের লক্ষ্যে স্টুডেন্ট ক্যাবিনেট ম্যানুয়াল, নির্বাচনী তফসিল ইতোমধ্যে আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। সারাদেশে নির্বাচনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এ লক্ষ্যে গত ১২ জানয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের উপস্থিতিতে বিভিন্ন দফতর প্রধান, সকল আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রতিনিধিদের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, ২০১৫ সাল থেকে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ বছর দেশের আট বিভাগ ও আট মহানগরের মোট ৫৫৯ উপজেলা/থানার ২২ হাজার ৯২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
×