ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের কারণ দর্শানোর নোটিস বিএনপির

প্রকাশিত: ১০:১৬, ২৪ জানুয়ারি ২০২০

 বিদ্রোহী কাউন্সিলর  প্রার্থীদের কারণ দর্শানোর নোটিস  বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের কারণ দর্শাও নোটিস দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা সত্ত্বেও দলের সিদ্ধান্ত উপেক্ষা করে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে মহিলা দলের কয়েকজন এবং শ্রমিক দলের একজন নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সম্পাদক সেলিনা হাফিজ, আদাবর থানা শাখার সহ-সভাপতি আরমিন আকতার, দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া যাত্রাবাড়ী থানা শাখার সহ-সভাপতি মোসাঃ হোসনে আরা হেনা এবং কামরাঙ্গীরচর থানা শাখার সাধারণ সম্পাদক সেতারা বেগমের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিস প্রদান করা হয়েছে।
×