ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উত্তরায় গ্রিল কেটে ৩০ লাখ টাকার মাল চুরি

প্রকাশিত: ১০:১৬, ২৪ জানুয়ারি ২০২০

  উত্তরায় গ্রিল কেটে ৩০ লাখ টাকার মাল চুরি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় একটি বাসার গ্রিল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ত্রিশ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের ১১ নম্বর বাড়ির ৩/বি ও ৪/বি নম্বর দুটি ফ্ল্যাট সংযুক্ত করে ডুপ্লিক্স ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জনকণ্ঠকে জানান, বুধবার রাত দেড়টার দিকে থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে বাসার ফেরার পর ডুপ্লেক্স ফ্ল্যাটের মালিক ঘটনাটি জানতে পারেন। এ ব্যাপারে ফ্ল্যাটের মালিক মোঃ জিয়াউল আহসান শুভ্র বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে বাসা থেকে প্রায় ৫০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ৩ হাজার টাকা ও কয়েকটি দামী হাত ঘড়ি নিয়ে গেছে। সবমিলিয়ে প্রায় ত্রিশ লাখ টাকার মালামাল চুরির ঘটনাটি ঘটেছে। বাড়িটির বারান্দার গ্রিল কেটে চোরেরা ঘটনাটি ঘটায় বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্তল পরিদর্শন করেছে।
×