ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

চোখের চিকিৎসায় থ্রিডি চশমা!

প্রকাশিত: ০৯:৫৪, ২৪ জানুয়ারি ২০২০

 চোখের চিকিৎসায় থ্রিডি চশমা!

প্রথম দেখায় চোখের রোগ ‘এ্যামব্লিওপিয়া’ শনাক্ত করতে পারে না অনেক অভিভাবক। এই রোগের কারণে দুটি চোখের মণি একই সময়ে একসঙ্গে নির্দিষ্ট দিকে তাকাতে পারে না। দেখার সময়ের এ তারতম্য ধীরে ধীরে সারিয়ে তুলতে পারে ‘কিউরসাইট’। থ্রিডি চশমাযুক্ত ডিভাইসটি ব্যবহারকারীদের চোখের নড়াচড়া শনাক্ত করে স্ক্রিনের বিভিন্ন ছবি ফুটিয়ে তুলতে পারে। সূত্র : ডেইলি মেইল
×