ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পেল দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রীসের জনগণ। বুধবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। পরিবেশ ও সাংবিধানিক আইনে বিশেষ পারদর্শী একাতিরিনি সাকেল্লারোপাউলো হচ্ছেন দেশটির জ্যেষ্ঠ বিচারকের মধ্যে একজন। পার্লামেন্ট প্রধান কন্তাস তাসাউলাস বলেছেন, ৬৩ বছর বয়স্কা সদ্য নির্বাচিত এই প্রেসিডেন্টকে পেয়ে আমরা গর্বিত। পার্লামেন্টে সাকেল্লারোপাউলো ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। -আলজাজিরা
প্রথম নারী প্রেসিডেন্ট পেল গ্রীস
প্রকাশিত: ০৯:১৬, ২৪ জানুয়ারি ২০২০
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: