ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্পে উৎপাদনশীলতা বাড়লে প্রবৃদ্ধিও বাড়বে

প্রকাশিত: ০৯:২৬, ১৭ জানুয়ারি ২০২০

শিল্পে উৎপাদনশীলতা বাড়লে প্রবৃদ্ধিও বাড়বে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে এবং খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজনে বৃহস্পতিবার সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা বলেন, সরকার শিল্পের প্রসারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), অর্থনৈতিক জোন তৈরি, কারিগরি শিক্ষর প্রসার সৃষ্টি, বিদ্যুত উৎপাদন বাড়ানোর মতো পদক্ষেপ গ্রহণে ইতোমধ্যে বাংলাদেশে দেশী-বিদেশী বিনিয়োগের পরিবেশে তৈরি হয়েছে। শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে প্রবৃদ্ধিও বৃদ্ধি পাবে এবং ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, স্থানীয় সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খন্দকার, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির কেন্দ্রীয় সভাপতি মির্জা নূরুল গণি শোভন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ। স্বাগত জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন এতে সভাপতিত্ব করেন। প্রবন্ধ উপস্থাপন করেন এনপিওর উর্ধতন গবেষণা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। কর্মশালায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার সরকারী-বেসরকারী দফতরের কর্মকর্তা, বড় ও মাঝারি শিল্পউদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
×