ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিবি পরিচয়ে ছিনতাইকালে আটক

প্রকাশিত: ১১:৪১, ৩১ ডিসেম্বর ২০১৯

ডিবি পরিচয়ে ছিনতাইকালে আটক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ জেলার ফকিরহাটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় গণধোলাই দিয়ে ৪ জনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ফলতিতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, যশোর জেলার বেনাপোল উপজেলার ভবের বের এলাকার ওয়াসীম বেপারির ছেলে সোহরাব বেপারি (৪২), পিরোজপুর জেলার উজিরপুর এলাকার কাজী নূর হোসেনের ছেলে কাজী রিপন (৪৩), মাদারীপুর জেলার আক্কাস গাজীর ছেলে জামান গাজী (৩২) এবং গাড়ি চালক ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার দোহার এলাকার মতিয়ারের ছেলে রুবেল হোসেন। ৭৭ জনকে সিনিয়র সহকারী জজ পদোন্নতি স্টাফ রিপোর্টার ॥ জুডিয়িসয়াল সার্ভিসে ২০১৪-২০১৫ সালে যোগদান করা ৭৭ জন সহকারী জজকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় (প্রশাসন-১) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রীমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ বা সমপর্যায়ের কর্মকর্তাগণকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের ৪র্থ গ্রেডের বেতন ক্রমানুসারে সিনিয়র সহকারী জজ বা সমপর্যায়ের পদে পদোন্নতি প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব কর্মকর্তাগণ স্ব স্ব কর্মস্থলে পদোন্নতিপ্রাপ্ত পদে পুনরাদেশ না দেয়া পর্যন্ত কর্মরত থাকবেন।
×