ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচক বেড়েছে

প্রকাশিত: ০৯:১৩, ৩০ ডিসেম্বর ২০১৯

শেয়ারবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উর্ধমুখিতার দেখা মিলেছে। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস উর্ধমুখী থাকল শেয়ারবাজার। ডিসেম্বর মাসের শেষের দিকে এসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পোর্টফলিও পুনর্র্বিন্যাস বা সমন্বয়ের কারণে গত সপ্তাহেও কিছুটা শেয়ার বিক্রির চাপ ছিল। কিন্তু চলতি সপ্তাহে এই সমন্বয় শেষ পর্যায়ে চলে আসায় বিক্রির চাপ কমেছে। বিশেষ করে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের শেয়ারে কিছুটা ইতিবাচক প্রভাব ফিরে এসেছে। আর ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানিগুলোর পরিচালন মুনাফাও প্রকাশ হবে চলতি সপ্তাহে। এটির প্রভাব পড়ছে। এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সব সূচকের উত্থানের সঙ্গে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ১৬৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৫টির। আর ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে। সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদাম বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৩০০ কোটি ৭৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩০৫ কোটি ৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৪ কোটি ২৯ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ১০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১ লাখ টাকার। ৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে - প্রাইম ব্যাংক, খুলনা পাওয়ার, রিং সাইন, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া, এসকে ট্রিমস এবং আনলিমা ইয়ার্ন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৮৭ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৩২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
×