ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা ॥ বাতাস থেকে পানি

প্রকাশিত: ১২:২৭, ২৭ ডিসেম্বর ২০১৯

নতুন গবেষণা ॥ বাতাস থেকে পানি

ইসরাইলী কোম্পানি ওয়াটারজেন কয়েক বছর গবেষণার পর এমন একটি যন্ত্র বাজারজাত শুরু করেছে যেটি বাতাসের আর্দ্রতা থেকে পানি উৎপাদন করতে পারবে। পূর্ণ ক্ষমতা ব্যবহার হলে যন্ত্রটি দিনে ৫০০০ লিটার পানি উৎপন্ন করতে পারবে। বিগত বছরগুলোতে এই যন্ত্রের পরীক্ষা চললেও এই বছর যন্ত্র বাজারজাত শুরু করে ওয়াটারজেন। এরই মধ্যে আফ্রিকার খরাপ্রবণ অঞ্চলে যন্ত্রটি জনপ্রিয় হয়ে উঠছে। সূত্র : ডেইলি মেইল
×