ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ঢাকায়

প্রকাশিত: ০৯:২৯, ২৪ ডিসেম্বর ২০১৯

নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ঢাকায়

অনলাইন রিপোর্টার ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে এয়ারক্রাফটি। প্রথা অনুযায়ী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে অচিন পাখিকে বরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা। বিমানের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল ইনামুল বারীর নেতৃত্বে উড়োজাহাজটিকে যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা হয়। এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সিয়াটলের বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় উড়োজাহাজটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২০ ডিসেম্বর বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। প্রায় ১৬ ঘণ্টা আকাশে উড়ে মঙ্গলবার সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এই ড্রিমলাইনারটি। অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনোমি ক্লাসের ২১টি ও ইকোনোমি ক্লাসের ২৪৭টিসহ ২৯৮টি আসন রয়েছে।
×